ঢাকাWednesday , 5 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে জঙ্গল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
November 5, 2025 10:59 am
Link Copied!

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে কামাল খানের বসতবাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, কামাল খান(৬৩) পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস করতেন। প্রায় সপ্তাহ খানে আগে কামাল খান তার গ্রামের বাড়িতে গৃহস্থালী ও আবাদী জায়গা-জমি দেখাশুনার জন্য আসেন। কিন্তু মঙ্গলবার(৪ নভেম্বর) রাতে তিনি নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বাড়ির পাশে একটি জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।