সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর রাণীনগর উপজেলার অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ রেলগেট এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের স্থানীয় জনগণ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে “উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে” রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, রাণীনগর রেলগেটটি নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থলে হওয়ায় প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভারী যানবাহন এই পথ ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় যাতায়াত করছে। এছাড়া নওগাঁ-রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের সকল যানবাহনকেও এই রেলগেট অতিক্রম করতে হয়। ফলে দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের মিলনমুখে অবস্থিত এ রেলগেটটি বছরের পর বছর ধরে ভয়াবহ যানজটের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বাড়ায় ট্রেনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও রেলগেটের উন্নয়ন হয়নি। প্রতিদিন ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ হওয়ার পর দুই পাশেই প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার যাত্রী, পথচারী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনকে।
তারা আরও বলেন, “বছরের পর বছর কোনও সংস্কার না করা এবং বিকল্প সড়ক না থাকায় এই রেলগেট এখন লাখো মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে।” স্থানীয় গণমাধ্যমকর্মীরা বহুবার সংবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো দপ্তরের সুদৃষ্টি পড়েনি বলেও বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রেলগেট এলাকায় আন্ডারপাস বা ফ্লাইওভার নির্মাণের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া গেলে অদূর ভবিষ্যতে রেলপথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে তারা বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য দেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা আমীর ডা. আনজীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপজেলার সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো জনতা অংশগ্রহণ করেন।
