এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আল ইকরা নূরানী তালিমুল কুরআন মাদ্রসার উদ্যোগে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার সকালে উপজেলার বেতুড়া বাজার সংলগ্ন মাদ্রাসা চত্বরে এই অভিভাবক সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সইদুর এর সভাপতিত্বে ও ওই মাদ্রসার শিক্ষক হাফেজ মোঃ আবুল কাশেম এর সঞ্চালোনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর সিটি ক্লিনিকের পরিচালক আলহাজ¦ মোঃ মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আল ইকরা নূরানী তালিমুল কুরআন মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মোঃ আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল আহলে হাদিস মসজিদের ইমাম হাফেজ মোঃ সাইফুল ইসলাম, ভান্ডারা শাখা জামাতের আমীর মোঃ নুর ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশীদ, আলহাজ্¦ মোঃ আব্দুল হামিদ, আলহাজ¦ মোঃ আব্দুল মালেক, আলহাজ¦ মোঃ আজাহারুল ইসলাম, আলহাজ¦ মোঃ মনছুর আলী, ডাঃ মোঃ আব্দুল করিম, মোঃ রফিকুল ইসলাম রফি, মোঃ আব্দুল মালেক, মোঃ মাহাবুব,মোঃ মমতাজ আলী ও মোঃ রুস্তম আলী। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।
