এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরল এপি ও জনগনের নেতৃত্বে ব্যাপক পরিস্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
“পরিস্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে, বৃহস্পতিবার ১০ নং রানীপুকুর এলাকায় সকাল ১০টা হতে শুরু করে বিকাল ০৩টা পর্যন্ত হওয়া এই কার্যক্রমে প্রায় ১০০ জন অংশগ্রহন করেন।
এতে যুব ফোরাম, ভিডিসি এবং ইউনিয়ন পরিষদ-এর সদস্যসহ স্থানীয় বাসিন্দরা সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে রাস্তা-ঘাট, বাজার এলাকার অবর্জনা অপসারন এবং পরি”ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরী করা হয়। সকল অংশগ্রহনকারীরা নিজস্ব উদ্যোগে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পুরো এলাকার বর্জ্য অপসারন ও পরিস্কার কার্য্ক্রম সম্পন্ন করেন।
রানীপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের সুরক্ষায় পরিছন্ন গ্রাম গঠনের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।
