এম. এ. শাহীন, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জে মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ফসল রক্ষায় করণীয় বিষয়ে জানাতে কৃষি অফিসের উদ্যোগে মাঠ ফসলের রোগ–বালাই ও পোকামাকড় দমন সংক্রান্ত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কুর্শা ইউনিয়নের রাহিমাপুর মাদ্রাসা মোড়ে এবং দুপুর ২টায় কুঠি পাড়ায় পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
সভায় উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নাসিমা আক্তার। তিনি মাঠের ফসলে দেখা দেওয়া বিভিন্ন রোগ ও পোকামাকড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে ইঁদুর, ধানের ব্লাস্ট রোগ, বাদামি গাছফড়িং, কারেন্ট পোকার আক্রমণ এবং অন্যান্য বালাই প্রতিরোধে করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
নাসিমা আক্তার বলেন, “বর্তমান আবহাওয়ার পরিবর্তনের কারণে মাঠ ফসলে নানা ধরনের রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিচ্ছে। সময়মতো সঠিক ব্যবস্থাপনা নিলে এগুলো সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।” তিনি কৃষকদের ফসল পর্যবেক্ষণ, রোগবালাইয়ের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, কীটনাশক ব্যবহারে সতর্কতা ও জৈব পদ্ধতিতে দমন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত কৃষকদের মাঝে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের অবহিতকরণ সভার মাধ্যমে তারা ফসলের রোগবালাই দ্রুত শনাক্ত করতে পারেন এবং কৃষি অফিসের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হন। কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান।
