ঢাকাThursday , 6 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 6, 2025 4:04 pm
Link Copied!

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥

পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় দিনাজপুরের বিরল উপজেলায় স্থানীয় (উপজেলা) পর্যায়ে সুশীল সমাজ ও কর্তৃপক্ষের সাথে প্রকল্প অংশগ্রহনকারীর সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের সরকারী সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩) বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়।

উক্ত সংলাপ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা, বিরল থানার সাব-ইনিসপেক্টর মোঃ সোহেল রানা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সাব-এ্যাসিসটেন্ট প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার মোছাঃ রেহেনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারী পরেশ চন্দ্র রায়, রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাশ, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কাজী মাসুদুর রহমান, ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, এ্যাডভোকেসি ফেসিলিটেটর মোঃ শামসুল হক ও প্রকল্প অংশগ্রহনকারী ১০ জন নারী বক্তব্য রাখেন।