মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার মাঠ হতে র্যালি বের করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। র্যালিটি উপজেলার বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ২৪ রংর্পু-৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান শাহিন ও উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ প্রমুখ।
উপজেলা বিএনপি সাধারন সম্পদক জাকির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।
