রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের দুটি ইউনিয়ন) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী মো. ফখরুল ইসলাম তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার বিকেল ৫টায় বসুরহাট পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপির মনোনয়ন পাওয়ার আগেই মানবজমিন পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে দাবি করা হয়, আমি নাকি এস.আলম গ্রুপের ১২ হাজার কোটি টাকা পাচার করেছি। আমি তখনই চ্যালেঞ্জ দিয়েছিলাম— যদি ১২ টাকারও পাচারের প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব। কিন্তু কেউ তা পারেনি।”
ফখরুল ইসলাম অভিযোগ করেন, “মনোনয়ন পাওয়ার পর থেকেই দলের কিছু অসৎ নেতা, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “নাগরিক টিভির সাংবাদিক নাজমুন সাকিব তার ইউটিউব চ্যানেলে এস.আলম গ্রুপকে জড়িয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে। অথচ এই সাংবাদিক নিজেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে চাঁদা দাবি করেছিল— যা দেশের মানুষ সরাসরি সম্প্রচারে দেখেছে।”
তিনি তার বিরুদ্ধে প্রচারিত সব মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণমাধ্যমে প্রচারিত তথ্য যাচাইয়ের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
