ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে উলামা-মাশায়েখ সম্মেলন – ইসলামী মূল্যবোধে সমাজ গঠনের আহ্বান

Mahamudul Hasan Babu
November 8, 2025 1:45 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চার মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো “উলামা-মাশায়েখ সম্মেলন ২০২৫”।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠাকুরগাঁও-০১ আসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

তিনি বলেন, আমরা ৫৪ বছর নির্যাতিত হয়েছি। এবার আমরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ও আগামীর ঠাকুরগাঁও নিরাপদ ও দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ঠাকুরগাঁও পরিণত হবে। এজন্য তিনি সকল আলেম-ওলামাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের কোন অগ্রযাত্রাকে ও আমাদের বিজয়কে ঠেকাতে পারবেনা।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ও ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আলেমদের পক্ষে কাজ করব। আলেমরা আর নিগৃহীত হবে না নির্যাতিত হবে না ইনশাআল্লাহ।

এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল কুরআন সিদ্দীকীয়া কামিল মাদ্রাসা, খুলনার অধ্যক্ষ মো. শামীম সাঈদী।

তিনি বলেন, দাড়ীপাল্লায় ভোট দিলেই সোয়াব হবে না। কিন্তু দাঁড়ীপাল্লায় ভোট দিলে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করে দিবে। তিনি আরোও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি কোনো প্লট ও গাড়ি নিবেন না। বরং জনগণের জন্য সকল সুযোগ সুবিধা করায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। বিগত দিনে আমাদের দুইজন মন্ত্রী শুধু নয় ১৮ জন এমপি সহ স্বাধীনতার পর থেকে যত জন এমপি ছিলেন তাদের নামে কোন দুর্নীতির ছায়া লাগেনি। তাই তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ইসলামী শাসন ব্যবস্থার ন্যায় ও ইনসাফ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির ও উলামা বিভাগ, ঠাকুরগাঁওয়ের সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবী।

সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও ও আসন পরিচালক, ঠাকুরগাঁও-০১।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে কুরআন-সুন্নাহর আদর্শে ফিরে যেতে হবে। ইসলামভিত্তিক সমাজ গঠনই পারে দেশে ন্যায়, সততা ও মানবিকতার ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে।

সকাল থেকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠ।