মোঃ খাত্তাব হোসেন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নিহতের ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট ৫টি অটো, ১৫টি ব্যাটারি, হত্যায় ব্যবহৃত একটি অত্যাধুনিক সুইজ গিয়ার বার্মিজ চাকু, দুটি রশি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ মাবিয়া সুলতানা (৩৬) বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা (নং-০৩, তাং-০৫/১১/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি, শাজাহানপুর থানা, বগুড়া।
মামলার রহস্য উদঘাটন ও গ্রেফতারের নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম। পুরো অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে।
ঘটনার বিবরণ
প্রায় দুই বছর আগে মোফাজ্জল হোসেন ১ লাখ ৬৫ হাজার টাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক ক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। গত ৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে (৫ নভেম্বর) শাজাহানপুর থানার অন্তর্গত সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে তুতবাগানের পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়—অজ্ঞাত দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মোফাজ্জল হোসেনকে হত্যা করেছে।
গ্রেফতার ও উদ্ধার অভিযান
তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে সাক্ষী মোঃ সোহেল রানার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহেল মোবাইলটি ৬০০ টাকায় কিনেছিলেন ছোট সজিবের কাছ থেকে।
এরপর পুলিশ অভিযান চালিয়ে ছোট সজিব (১৯) ও বড় সজিব (২১)—দুজনকেই বগুড়ার ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। ছোট সজিবের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত সুইজ গিয়ার বার্মিজ চাকু, দুটি রশি ও রক্তমাখা থ্রি-কোয়ার্টার প্যান্ট উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তিতে নিহত মোফাজ্জলের ইজিবাইকসহ মোট ৫টি অটো ও ১৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।
আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা ও সাক্ষী সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা একটি সংঘবদ্ধ ছিনতাইচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বগুড়া ও আশপাশের এলাকায় ইজিবাইক চালকদের টার্গেট করে ছিনতাই করে আসছিল।
বগুড়ার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম বলেন,
