মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় সড়কে কার্পেটিং করার সপ্তাহ না পেরোতেই পাথর উঠে যেতে শুরু করেছে। নিম্নমানের কাজ করায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এতে মঙ্গলবার দিবাগত রাতে তড়িঘড়ি করে কার্পেটিং উঠে যাওয়া স্থানে বিটুমিন ও পাথর দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে।
জানা যায়, পৌরসভার অধীনে ২০২৩-২৪ অর্থবছরে শরৎনগর বাজারের ডিগ্রী কলেজ মোড় থেকে বাংলা স্যারের মোড় পর্যন্ত ৩৪৫ মিটার সড়কের বিটুমিন কার্পেটিং কাজের জন্য দরপত্র আহবান করা হয়। এতে ব্যয় করা হয় প্রায় 14 লাখ টাকা। কাজটি পায় পৌরসভার ভাঙ্গুড়া বাজারের বাসিন্দা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সংগীত কুমার পাল।
এদিকে দরপত্র আহ্বানের পরে নির্ধারিত সময়ে কাজ না করে বারবার টাইম এক্সটেনশন করে ঠিকাদার। অবশেষে প্রায় দেড়বছর পরে চলতি বছরের অক্টোবর মাসের শেষে দায়সারাভাবে সড়কের কার্পেটিং এর কাজ শেষ করে। তবে দরপত্র অনুযায়ী কাজ না করে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠে ঠিকাদারের বিরুদ্ধে। এ সময় পৌরসভার প্রকৌশলীরা এমন নিম্নমানের কাজে আপত্তি জানালেও প্রভাবশালী ঠিকাদার সংগীত কুমার পাল তড়িঘড়ি করে কাজ শেষ করেন। এতে কাজের পরদিন থেকেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং এর পাথর উঠতে শুরু করে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দায়সারাভাবে কাজ করায় কার্পেটিং হয়েছে অসমতল। একাধিক নিচু স্থানে গত কয়েকদিনে বৃষ্টির পানি জমেছে। এতে এসব স্থান থেকে কার্পেটিং এর পাথর উঠে যাচ্ছে। কয়েকটি স্থানে পাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিটুমিন ও পাথর দিয়ে গর্তে জোড়াতালি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে ঠিকাদার সঙ্গীত কুমার পালকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি।
পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, পানি জমা হওয়ার কারণে কার্পেটিং উঠে গেছে। সড়কের পাশের ড্রেনের কাজ চলমান। ড্রেন নির্মাণ হলেই ঠিক হয়ে যাবে। তবে আপাতত কার্পেটিং ঠিক করার কাজ চলমান আছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
