ঢাকাSunday , 9 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতি ও বাসাইলে শিয়ালের আক্রমনে শিশু ও নারীসহ আহত ৭

Mahamudul Hasan Babu
November 9, 2025 1:06 pm
Link Copied!

শরীফ মাহমুদ, বাসাইল, টাঙ্গাইল। টাঙ্গাইলের কালিহাতি ও বাসাইলে এক শিয়ালের হঠাৎ আক্রমনে শিশু ও নারীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার (৮ অক্টোবর) ভোরে কালিহতি উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলড়া ও বাসাইল উপজেলার আইসড়া বালুচড়পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

অনাকাংখিত এ ঘটনায় আহতরা হলেন কালিহাতি উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শরীফ খান (৪০), খলিল খান (৬২),  সিদ্দিক মিয়া (৬০), পলাশের ছেলে রিদোয়ান (৭) তুতুনী বেগম (৬০), সুরাবাড়ির মনোয়ারা বেগম (৪০) ও বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া বালুচড়ের সমলা বেগম (৬১)।

আহতদের সবাইকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত শরীফ খান (৪০) কে ভর্তি রেখে বাকী ৬ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাইকড়া ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব মিয়া ও ফুলকী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য আলী ইমরান আরিফ রবিবার সকালে এই তথ্যটি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ফজরের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসলে শরিফ খানের ওপর হঠাৎ শিয়ালটি আক্রমন করে। শরিফকে কামড়িয়ে গোলড়া খানবাড়ি এলাকা থেকে শুরু করে আইসড়া চড়পাড়া পর্যন্ত রাস্তায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। এমতাবস্থায় আক্রমনে  শিকার আহতদের ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে শিয়ালটিকে ধাওয়া দিলে শিয়ালটি পালানোর সময় সবজি খেতে বেড়া দেওয়া জালে আটকে পড়ে। পরে লাঠিশোটা দিয়ে পিটিয়ে শিয়ালটি মেরে ফেলে। তারা জানান শিয়ালের আচরণ অস্বাভাবিক ও পাগলাটে ধরনের ছিল।