মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারীতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১০ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি)(অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছাঃ রাশেদা আক্তার কর্মশালা সঞ্চালনা করেন। দিনব্যাপি প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে(ডিএমআইই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভুত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি সহ বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
