ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসের ইউএনও অফিসের কর্মচারী কামাল হোসেনের ঘুষের ভিডিও ভাইরাল

Mahamudul Hasan Babu
November 10, 2025 3:59 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কামাল হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে দর কষাকষি করে ঘুষ নিতে দেখা যায়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুপুরে কামাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কামাল হোসেন অফিসের চেয়ারে বসে আছেন। বিপরীতে থাকা এক ব্যক্তি তার হাতে টাকা তুলে দেন। কামাল হোসেন টাকাগুলো গুনে অবাক দৃষ্টিতে তাকান সেই ব্যক্তির দিকে। এরপর তাকে বলতে শোনা যায়, এইডা কী দেন বুঝলাম না কিছু, না দিলে মানা করেন বলেন দিতাম না। বিপরীতে থাকা ব্যক্তি তখন বলেন, রাহেন ভাই রাহেন। তখন কামাল হোসেন বলেন, এইতান দিয়া ফর্তা মতোন অয় না। সেই ব্যক্তি তখন বলেন, এসিল্যান্ড অফিসে খরচ কইরা আইছি ভাই। জবাবে কামাল হোসেন বলেন, হেইডা দিছেন? এসিল্যান্ড স্যারেরটা দিছেন? এরপর তিনি টাকাগুলো গুছিয়ে নেন।ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিতাস উপজেলাসহ পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।তিতাস উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা জানান, ভিডিওটি দেড় থেকে দুই বছর আগের। আমি এখানে যোগদান করেছি তিন মাস হলো। বিষয়টি আমার জানা নেই।তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন  বলেন, ভিডিওটি নজরে আসার পর কামাল হোসেনকে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।