ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 11, 2025 8:13 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় গ্রাম আদালতের উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের বোদা উপজেলার কো অর্ডিনেটর আতিকা ইসলাম, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর ছোট ছোট বিরোধ সহজে নিষ্পত্তি করে উচ্চ আদালতের মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মানুষ গ্রাম আদালতে ন্যায্য বিচার পেয়ে অনেকটাই সন্তুষ্ট। এছাড়া প্রতিটি ইউনিয়নের ওয়েব পোর্টাল আপডেট থাকতে হবে। যাতে করে ঢাকায় বসে ওই ইউনিয়নের সব ধরনের তথ্য যে কেউ নিতে পারে।’