ইকবাল বাহার, পঞ্চগড় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।
তিনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের প্রাথমিক ন্যায়বিচারের অন্যতম মাধ্যম। এ আদালতকে সক্রিয় করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউপি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
