ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎

Mahamudul Hasan Babu
November 11, 2025 9:17 am
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

‎পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানামুখী প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি অফিসে বিশেষজ্ঞ কর্মকর্তারা নিয়োজিত আছেন, যারা কৃষকদের যেকোনো সমস্যায় পরামর্শ দিচ্ছেন। কৃষকরা নিয়মিত কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখলে ফলন আরও বাড়বে।”

‎তিনি আরও বলেন, “সরকার প্রদত্ত এই বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে রবি মৌসুমে ভালো ফলন পাওয়া যাবে। কৃষকদের কল্যাণে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

‎২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ জন সরিষা চাষি ও ২০০ জন খেসারি চাষিকে বীজ ও সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সারও বিতরণ করা হবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

‎প্রণোদনার আওতায় প্রতিজন সরিষা চাষি পাচ্ছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। অন্যদিকে, খেসারি চাষিদের দেওয়া হচ্ছে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ, এসআই ইব্রাহিম মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফোরকান ও রেদোয়ান তালুকদার। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাই টিভি উপজেলা প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, আনন্দ টিভির প্রতিনিধি মো. নাজিম উদ্দিন,

‎আবু রায়হান, দৈনিক আজকের বাংলা,  দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি মো. তরিকুল ইসলাম (মোস্তফা) ও অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।