মোঃ সাইফুল্লাহ, মাগুরা :◊ মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা কবি আমির হামজার ৯৩তম জন্মবার্ষিকী ১০ নভেম্বর সোমবার বিকেলে মাগুরা শ্রীপুরে বরিশাট গ্রামে তাঁর নিজ বাড়িতে পালিত হয়েছে।
কবি আমির হামজা স্মৃতি সংসদের আয়োজনে কবির কবর জিয়ারত ও বিনম্র শ্রদ্ধাঞ্জলীসহ কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কবর জিয়ারত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা রহমাতুল্লাহ মডেল হাইস্কুল এ্যান্ড কলেজের সাবেক শিক্ষক মোঃ আতিয়ার রহমান মোল্লা। কবর জিয়ারত শেষে কবির কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবির সুযোগ্য পত্র নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইল জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি এ্যাডভোকেট জিয়াউর রহমান (জামী) প্রকৌলী কাজলসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কবি ১৯৩১সালের ১০জন্ম গ্রহন করেন,এবং ২০১৯ সালের ২৩ জানুয়ারী মৃত্যু বরণ করেন। তাঁর পিতার নাম সর্দার ইমারত আলী ও মাতার নাম আবিরন নেছা।
তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থ্যের মধ্যে – বাঘের থাবা, একুশের পাচালী, ইকরা এবং কাব্যবলীসহ প্রকাশিত ও অপ্রকাশিত অসংখ্য গ্রন্থ্যের প্রনেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এই মরমি কবি। ওপারে ভালো থাকবেন এই প্রত্যাশা অনুষ্ঠানে আগত তার স্বজনদের!
