এস এ ডিউক ভূইয়া তিতাস( কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে ভবনে পানি নিষ্কাশন নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডার ঘটনায় এক প্রবাসী যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চাঁদাবাজীর অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।উপজেলার কলাকান্দি ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, উপজেলার কাউরিয়ার চর গ্রামের বাসিন্দা বিল্লাল মোল্লা তার নিজের জায়গায় একটি বিল্ডিং নির্মাণের কাজ করছেন। একাজ চলমান থাকায় একটু বৃষ্টি হলেই বিল্ডিংয়ের ছাদে জমে থাকা পানি প্রতিবেশী মো. জলিল মিয়ার জায়গার সীমানার অংশে গিয়ে পরলে এনিয়ে জলিল মিয়ার স্ত্রী মোসাঃ মনোয়ারা বেগমের সাথে বাকবিতন্ডা হয় বিল্লাল মোল্লা ও তার ভাই মো. হানিফ মোল্লার।এঘটনায় দু’পক্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।এঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার নাতী বড় মাছিমপুর মধ্য পাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মো. হাসান ফেসবুক আইডি থেকে বিল্লাল ও হানিফসহ তাদের পরিবার এবং এলাকার যুব সমাজকে জড়িয়ে চাঁদাবাজ, সন্ত্রাসীসহ এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ তুলে বিভ্রান্তিকর ও মানহানিকর মিথ্যা স্ট্যটাস দিয়েছেন এমন অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন গ্রামের সচেতন মহল।গ্রামের স্থানীয় মুরব্বিরা ও যুবকরা ফেইসবুকে এমন মিথ্যা স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের জানান, বিল্লাল ও তার বড় ভাই হানিফ মোল্লার সাথে প্রতিবেশী জলিল মিয়ার স্ত্রীর বিল্ডিংয়ের পানি পড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। দু’পক্ষের কেউই ঘটনাটি সমাধানের জন্য সামাজিক ভাবে এলাকার কাউকে কিছুই জানায়নি।এরই মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে জলিল মিয়ার নাতি হাসান বিদেশ থেকে ফেইসবুকে লিখেছে, কাউনিয়ার চর গ্রামের যুবকরা চাঁদাবাজ, সন্ত্রাস, বিল্লাল ও হানিফ এলাকায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী দিয়ে এমন সব বিভ্রান্তিকর মিথ্যা ও মানহানিকর স্ট্যটাস দেন, যা অসত্য।এঘটনায় দুই পরিবারসহ গ্রামের অন্যান্য সন্মানিত ব্যাক্তিদের জড়িয়ে কেনো আরেক গ্রামের বাসিন্দা হয়ে মিথ্যা অভিযোগ তুলবে? কলাকান্দি ইউনিয়নের মধ্যে আমাদের গ্রামটি এক৩ আদর্শ গ্রাম হিসেবে ইউনিয়নবাসীর কাছে পরিচিত। তাদের দুই পরিবারের ঝগড়া বিবাদের ঘটনায় কেন? আমাদের গ্রামের লোকজনকে জড়িয়ে মিথ্যা অভিযোগ তুলে গ্রামের সম্মান নষ্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।এবিষয়ে জলিল মিয়ার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে হানিফ মোল্লা বলেন, জলিল মিয়া আজ থেকে ৩০ বছর যাবত আমার জায়গার ওপর দিয়ে পাইপ লাইন ব্যবহার করে আমার পুকুরে তার বাড়ির বিল্ডিংয়ের জমে থাকা সবপানি ফালায়। এতে আমার বাড়ির সিমানায় বিল্ডিংয়ের ময়লা আবর্জনা ফেলে ময়লার স্তুপ তৈরি করে রেখছে কিন্তু আজ পর্যন্ত আমি কিছু বলেনি। ধৈর্য ধরে বিষয়টি স্বাভাবিক ভাবে সমাধানের চেষ্টার অপেক্ষায় আছি।আমার ছোট ভাই বিল্লাল একটি নতুন বিল্ডিংয়ের কাজ করছে,আর সেখানে পানি নিষ্কাশনের পাইপ লাইনের কাজ এখনো করা হয়নি। তার কারণে জমে থাকা বৃষ্টির পানি জলিল মিয়ার জায়গাতে কেনো পড়ে এনিয়ে জলিল মিয়ার স্ত্রীর সাথে আমার ভাই বিল্লালের কথা কাটাকাটি হয়, আমি শুনতে পেরে দুজনকে থামাতে আসি এবং বুঝিয়ে নিয়ে যাই কিন্তু জলিল মিয়ার স্ত্রী নানা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন।
পরে জানতে পারি স্থানীয় গ্রামের লোকজনকে জড়িয়ে আমার ও আমার পরিবারের লোকজনকে জড়িয়ে জলিল মিয়ার নাতী হাসান ফেইসুবকে সন্ত্রাস, চাঁদাবাজ ও আরো নানা মিথ্যা ও ল অসত্য কথাবার্তা লিখে স্ট্যাটাস দিয়েছে। আমি এই মিথ্যা পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। অভিযোগের ঘটনার বিষয়ে মো.জলিল মিয়ার কাছে জানতে গেলে তিনি বলেন, আমার স্ত্রীর সাথে বিল্লালের বিল্ডিংয়ের পানি আমাদের জায়গায় পড়া নিয়ে সামান্য কথা কাটা কাটি হয়েছে, এসময় কোন ধরনের হাতাহাতি বা মারামারির ঘটনা ঘটেনি। আমার নাতী বিদেশ থাকে তার নানীকে গালিগালাজ করেছে বিল্লাল তাই সে রাগে না বুঝেই ফেইসবুকে এসব কথা লিখেছে, আমাদের কাছে কেউ চাঁদা দাবি করেনি।
