ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একটু ভুল ছিলো ঠিক করে দিলাম ভাঙ্গুড়ায় পাচারকৃত সার আটক, ডিলারের অর্থদন্ড

Mahamudul Hasan Babu
November 11, 2025 5:19 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মঙ্গলবার স্থানীয় কৃষকরা একভ্যান পাচারকৃত রসিায়নিক সার আটক করে। পরে বিষয়টি সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মোবাইল কোর্ট পরিচালনা করে সার ডিলারকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
রাঙ্গালিয়া প্রামের কৃষক আরিফুল ইসলাম জানান,মঙ্গলবার সকালে ডিলার সেলিম হোসেন নামের এক সার ব্যাসায়ী একটি ভ্যানে কিছু সার পাচার করে অন্য উপজেলায় পাঠাচ্ছিলেন। এতে তার সন্দেহ হয় এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সারের ভ্যানটি আটক করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জান মাসুম বলেন,কৃষি অফিসারের গাফিলতির কারণে ঐ ডিলার অন্য উপজেলায় সার পাচার করছিলেন। অথচ উপজেলার কৃষরা সার পা চ্ছেননা। সম্প্রতি কৃষকদের বিক্ষোভের কারণে এই উপজেলায় এখন ন্যায্য মুল্যে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে । এজন্য ডিলার সেলির হোসেন অন্য উপজেলার খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির জন্য সার পাচার করেন। সেই সঙ্গে এই ডিলারের ঘরে অবশিষ্ট সার সরাসরি কৃষকের কাছে বিক্রির ব্যবস্থা করার জন্য তিনি দাবি করেন।
উপজেলা সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ডিএপি,ইউরিয়া ও পটাশ মোট ১৫ ব্যাগ পাচারকৃত রাসায়নিক সার স্থানীয় কৃষকরা আটক করে তাকে খবর দেন। পরে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ডিলার সেলিম হেসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেইসঙ্গে সারগুলো জব্দ করে কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়ে বলে তিনি জানান।।