ঢাকাWednesday , 12 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “ইটভাটার কালো আইন বাতিলের দাবি”

Mahamudul Hasan Babu
November 12, 2025 6:48 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে বদলগাছী উপজেলা চত্বরে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২৬টি ইটভাটা মালিক, শ্রমিক, পরিবহন ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি। বক্তারা অভিযোগ করেন, নতুন ইটভাটা আইনকে “কালো আইন” আখ্যা দিয়ে দ্রুত আইনটি সংশোধন বা বাতিলের দাবি জানান।

পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা বলেন, শীত মৌসুমে ইটভাটা চালু না হলে মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বদলগাছী উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।