মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশা করছেন জনপ্রিয় নেতা ও জনপ্রিয় মুখ খন্দকার আখতার হোসেন লেবু । সততা, নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে জনগণের আস্থা অর্জন করেছেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা শাখার প্রস্তাবিত প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন খন্দকার আখতার হোসেন লেবু। জুলাই গণঅভ্যুত্থান-এ অংশগ্রহণ করেন তিনি তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় সমাজসেবক ও মানবিক সংগঠক।
তার নেতৃত্বে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দারিদ্র্য নিরসন ও জনসচেতনতামূলক বহু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি শিক্ষা জীবনে তিনি বিপ্লবী ছাত্র মৈত্রীর
চাটমোহর সরকারি কলেজ শাখার সভাপতি ছিলেন তিনি চাটমোহর ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি চাটমোহর উপজেলার পৌর এলাকার নারিকেল পাড়ার বাসিন্দা মো.আজিজুর রহমানের ছেলে ।শিক্ষাজীবনের এই দীর্ঘ পরিক্রমায় অর্জিত জ্ঞান, নৈতিক চেতনা ও মূল্যবোধ আজ তাকে একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল সমাজনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি বিশ্বাস করেন, “জনগণের শক্তিই রাষ্ট্রের প্রকৃত শক্তি।” নির্বাচনী প্রচারণার স্লোগান “শাপলা কলি, শাপলা কলি জাগো জনতা, ওঠাও বুলি! এনসিপি জনে জনে শক্তি, ফিরিয়ে আনব রাষ্ট্রের মুক্তি।” দলীয় প্রতীক শাপলা কলি সামনে রেখে খন্দকার আখতার হোসেন লেবু জনগণের পাশে থেকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার করেছেন।উল্লেখযোগ্যভাবে তিনি ব্যবসায় নিয়োজিত।
প্রসঙ্গত, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন যে, তরুণ ও শিক্ষিত এই নেতৃত্ব পাবনা ০৩রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবেন।
