ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 13, 2025 11:28 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার ৮ টি ইউনিয়নের ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় সব্দালপুর ইউনিয়ন ভলিবল দল ৩-০ পয়েন্টে দ্বারিয়াপুর ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়। সব্দালপুর ইউনিয়ন ভলিবল দলের খেলোয়াড় স্বাধীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী চাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, আয়োজক কমিটির সদস্য আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিধান কুমার বিশ্বাস, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিহুল আজমসহ অন্যরা।