ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিসি অফিসের নারী কর্মচারীকে যৌন হয়রানি, লিখিত অভিযোগ

Mahamudul Hasan Babu
November 13, 2025 11:50 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধ: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক নারী কর্মচারীকে উপ-সহকারী প্রসাশনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়ের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এমন ঘটনায় জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২-০৯-২৫ সালে সকাল ১১ টায় অফিসে আসেন ভুক্তভোগী নারী কর্মচারী। দুপুর ১২ টা ২৫ মিনিটে নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসির) রুমে নাস্তা দিয়ে আসেন।পরিবেশন শেষে নাস্তার রুমে চলে এসে প্রয়োজনীয় জিনিসপত্র পরিস্কার করেন তিনি। এমন সময় যৌন লালসার চরিতার্থের উদ্দেশ্যে ভুক্তভোগী নারীর বিভিন্ন অংশে হাত দেন তিনি।বারবার বাঁধা দেওয়া সত্ত্বেও অনৈত্তিক কাজ করার জন্য জোর জবরদস্তি করেন উপেন্দ্র নাথ রায়। এমন ঘটনায় মানসিক-শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন ভুক্তভোগি নারী কর্মচারী।
ঠাকুরগাঁও জার্নালিষ্ট ক্লাবের আহবায়ক বিশাল রহমান বলেন, এমন ঘটনা হতাশা জনক। ডিসি অফিসে যেখানে নারী প্রধান সেখানে নারী যৌন হযরানী দু:খজনক। আমরা আশাবাদী তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা উপেন্দ্র নাথ রায় বলেন, স্যারেরা তদন্ত করছেন উনারা ভালো বলতে পারবেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।