ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার লকডাউনে নড়াইল পরিবহন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

Mahamudul Hasan Babu
November 13, 2025 12:22 pm
Link Copied!

মোঃ তানজির হোসেন  নড়াইল প্রতিনিধি:ঢাকার লকডাউনে নড়াইল জেলার পরিবহন ব্যবস্থা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন নেতাদের সকাল থেকে সবই স্বাভাবিক রয়েছে।
নড়াইল জেলা পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জানান, রাজধানী ঢাকার লকডাউন পরিস্থিতিতে নড়াইলে স্বাভাবিক জনজীবন ও পরিবহন চলাচলে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেনি। জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতা এনামুল সরদার জানান, মাঠে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আছে। যদিও এই রাজনৈতিক তৎপরতা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলেনি। তবে নিষিদ্ধ আওয়ামীলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘোলাটে করার চেষ্ঠা করে আমরা তার মোকাবেলা করবো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান , আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে তিনি নিশ্চিত করে বলেন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।