ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় সেনা অভিযানে ইয়াবাসহ আটক ৩

Mahamudul Hasan Babu
November 13, 2025 4:42 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর অভিযানে ১৯ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং নগদ অর্থসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফরহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮.৩০টার দিকে বোদা পৌর সদরের ইসলামবাগ এ তরিকুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের মদক সহ হাতে নাতে আটক করে। পরে বোদা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়,যার আনুমানিকমূল্য ৬ হাজার ৬৫০ টাকা, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭৯২ টাকা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম,অনলাইনে জুয়া খেলার একটি মোবাইল ফোন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।