ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর-২ বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের গণসংযোগ

Mahamudul Hasan Babu
November 13, 2025 4:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, “ছাত্র বয়স থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমি। ছাত্র জীবন থেকে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, যুব দলের নেতৃত্ব দিয়েছি। দীর্ঘদিন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছি। দীর্ঘ লড়াই-সংগ্রামে মেহেরপুর ও গাংনীর নিপীড়িত নেতাকর্মীদের আপদে বিপদে পাশে থেকেছি।

বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি তেঁতুলবাড়িয়া ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। বিকেলে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় বক্তব্যের পর একটি গণসংযোগের বহর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের জনজমায়েত এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, হ্যান্ডশেক ও কোলাকুলি করেন আমজাদ হোসেন এবং ধানের শীষে ভোট চান।

মানুষ আমাকে ভালোবেসে গাংনীর এমপি বানিয়েছিল। আমি আমার সর্বস্ব দিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দীর্ঘদিনের রোষানলে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়েছি। দল আমাকে মূল্যায়ন করে বিএনপি মনোনয়ন দিয়েছেন। আমিও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট চাইছি। মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হবে, ইনশাআল্লাহ।”

এসময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরাদ আলী, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাড্ডু, গাংনী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু, পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলি আলভী, বিএনপি নেতা আবু সাদাত মো. সায়ম পল্টুসহ বিএনপির নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।