ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা বালক (অনুর্ধ্ব-১৬) এবং ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
November 13, 2025 4:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনী উপজেলায় তারুন্যেও উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫-২৬ এর আওতায় ফুটবল প্রতিযোগিতা , বালক (অনুর্ধ্ব-১৬) এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বালক অনুর্ধ্ব ১৬ এর ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে চাঁদপুর ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে এইচ বি মাধ্যমিক বিদালয় ফুটবল একাদশকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন , মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার অনোয়ার হোসেন,গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, মেহেরপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান প্রমুখ ।
জেলা প্রশাসক বলেন, খেলায় হারজিৎ থাকবেই। তবুও এগিয়ে যেতে হবে। খেলায় হারজিৎ কোন ম্যাটার নয়। বন্ধুত্ব, একে অপরের প্রতি সহনশীলতা, সহমর্মিতা স্থাপন, সম্প্রীতিই হলো খেলার উদ্দেশ্য। খেলাতে শুধু শরীর গঠন হয় তাই না। খেলায় নিজেকে প্রতিষ্ঠিত করে, সমাজকে জয়ী করে পক্ষান্তরে খেলা দেশের প্রতি ভালবাসা সৃষ্টি করে দেশের খ্যাতি অর্জনে সহায়তা করে। পরে তিনি উপজেলা পর্যায়ে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ও এইচবি (হাড়াভাঙ্গা) মাধ্যমিক বিদ্যালয় এর ফুটবল দলের মধ্যে ফাইনাল খেলা উপভোগ করেন ও খেলা শেষে পুরস্কার বিতরন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলার ব্যবস্থাপনায় মুগ্ধ হয়ে তিনি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভ’ূয়শী প্রশংসা করেন। পুরস্কার বিতরণ শেষে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিল্পীদের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টিতে ভালবাসার বন্ধন হিসেবে একটি চেঞ্জার হারমোনিয়াম উপহার দেন।

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ন কবীর সুমন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, এইচ বি (হাড়াভাঙ্গা ) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রিড়াবিদ আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন রেফারী আব্বাস আলী, রিপন ও পারভেজ আলী। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।