ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
শুক্রবার আসরের নামাজের পর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের চৌরাস্থা প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব বিভাগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
