এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসের কলাকান্দি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।গত
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মনোনয়ন প্রত্যাশী মো.আক্তারুজ্জামান সরকার উপজেলার কলাকান্দি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে তিনি কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন কলাকান্দি ইউনিয়নের
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল খায়ের সরকার।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুর রহমান মোল্লা,তিতাস উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সামির হোসেন,শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম,সহ-শ্রম বিষয়ক সম্পাদক এইচ. এম. জাকির সওদাগর,নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও লিয়াকত আলী মাস্টার,জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.সানাউল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. মানিক মিয়া প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে। তাঁরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
