ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘরে পুড়ে ছাই; নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Mahamudul Hasan Babu
November 14, 2025 2:16 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
নগদ টাকাসহ স্বর্ণাংকার,আসবাবপত্র পুড়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি মধ্যে পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রামের সমাজসেবক মানিক ভূইয়া, মোস্তাক আহমেদ ভূইয়া,মিজানুর রহমান, হজরত আলী, মোজাফফর হোসেন জানান- বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে আগুন লেগেছে মাইকের ঘোষণা শুনতে পাইয়া ঘটনাস্থলে আইসা দেখি দাউ দাউ করে জ্বলছে আগুন আর ঘর গুলো পুড়ছে। এসময় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু এর আগেই পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ।এখন তারা নিঃস্ব হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহাবৃদ্ধি মধ্যে পাড়া গ্রামের
রাজ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (বসত ঘরে থাকা নগদ দুই লাখ দশ হাজার টাকা,২ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় দশ লাখ টাকা), নায়েব আলীর স্ত্রী হাসিনা বেগম (বসত ঘর পুড়ে দুই লাখ টাকা ক্ষতি হয়েছে),হাসান ওরফে সেন্টু মিয়া (নগদ দুইলাখ ২৫ হাজার টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ৬ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে),মোহাম্মদ আলীর ছেলে ছাদির মিয়া( বসতঘর পুড়ে আসবাপত্রসহ সাত লাখ টাকা),রবি মিয়া ( বসতঘর পুড়ে আসবাপত্রসহ ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে),বলে তাঁরা জানান।