ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ফসিউর রহমান মুসল্লীর মৃত্যুতে শোক প্রকাশ

Mahamudul Hasan Babu
November 14, 2025 4:02 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় স্টাফ রিপোর্টার: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মুসল্লীপাড়া শোকে স্তব্ধ।এলাকার বিশিষ্ট সমাজসেবক, পূর্বনারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানের সভাপতি ও সম্মানিত ব্যক্তিত্ব মোঃ ফসিউর রহমান মুসল্লী (৬৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে পূর্বনারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে পাশের কবরস্থানে মরহুমকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নামাজে জানাজা উপলক্ষে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
আত্মীয়-স্বজন,প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান কাবুল,সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র মুরাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁর মানবিক অবদান,সমাজসেবা ও সততা স্মরণ করে বলেন-মহম্মদপুর তাঁর মতো একজন নিবেদিত প্রাণ মানুষকে হারালো।
মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ,২কন্যা,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মহম্মদপুরের সামাজিক ও ধর্মীয় অঙ্গনে তাঁর অনবদ্য সেবা ভবিষ্যৎ প্রজন্মের স্মৃতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।