এম. এ. শাহীন, স্টাফ রিপোর্টার:ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া রংপুরের বদরগঞ্জের যুবক আশরাফুল হকের জানাজা ও দাফন ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার ভোর থেকেই গোপালপুর ইউনিয়নের নয়পাড়া গ্রামে ভিড় করতে থাকেন হাজারো মানুষ। সকাল সাড়ে আটটার দিকে গ্রামের মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়। এ সময় স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।
এর আগে শুক্রবার গভীর রাতে আশরাফুলের মরদেহ গ্রামে পৌঁছায়। শনিবার সকালে জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মায়ের আহাজারি, স্বজনদের কান্না আর শোকাহত মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে আশরাফুলের শেষ বিদায়ের মুহূর্ত।
স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের মাতম। নিহতের পরিবার অভিযোগ করেছে—আশরাফুলের বাল্যবন্ধু জরেজুল ইসলাম জরেজ ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। এ ঘটনায় শুক্রবার সকালে ঢাকার শাহবাগ থানায় হত্যা মামলা করেন আশরাফুলের বোন আনজিনা বেগম। মামলায় জরেজুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। ইতোমধ্যে জরেজুল ও শামীমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহাজারি করতে করতে আশরাফুলের স্ত্রী লাকী বেগম বলেন,
“জরেজকে নিজের ভাই মনে করত আমার স্বামী। জাপান যাওয়ার জন্য ১০ লাখ টাকা চাইছিল—আমরা তা দিতেও রাজি ছিলাম। আরও লাগলে আরও দিতাম। আমার সব সম্পত্তি দিয়েও স্বামীটাকে বাঁচাতে চাইতাম। স্বামীটার জান কেন কাড়ল? যারা আমার স্বামীকে টুকরো টুকরো করেছে, সবার ফাঁসি চাই।
