ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মনিপুর ও দাইনুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে মাদক আটক॥

Mahamudul Hasan Babu
November 15, 2025 11:18 am
Link Copied!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ইস্কফ সিরাপ, ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিদেশী মদ আটক করা হয়েছে।
গত বহস্পতিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করা হয়। এছাড়াও গত শুক্রবার দাইনুর বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪৮ বোতল বিদেশী মদ এবং ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,১০,০০০/- টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক,লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করায় চোরাচালান নারী ও শিশু পাচার অনেক অংশে কমে গেছে।