ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“প্রতিভার খোঁজে, আলোকিত আগামীর পথে” এই প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়ে জাগরণ জাতীয় শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Mahamudul Hasan Babu
November 15, 2025 12:39 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: প্রতিভার খোঁজে, আলোকিত আগামীর পথে” এই প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়ে জাগরণ জাতীয় শিক্ষা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার জেলার ৪ উপজেলার ৫ টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
এই শিক্ষা বৃত্তিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরা। তারা মনে করেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরীক্ষা থেকে বাইরে ছিল। মূল্যায়ন পরীক্ষা হতো। কিন্তু বৃত্তি পরীক্ষা প্রায় বন্ধ হয়েছিল। জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগকে তারা স্বাগত জানান

শাহাদাত হোসেন সরকার নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরীক্ষা কোন বিকল্প নাই। আমি মনে করি বৃত্তি পরীক্ষা তার অন্য একটি অংশ। জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষা সবার জ্ঞানের পরিধি আরো বাড়াবে বলে মনে করছি।
তবে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা এই বৃত্তি পরীক্ষাকে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে বলে মনে করছেন শিক্ষক প্রতিনিধিরা।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের এই বৃত্তি পরীক্ষা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি কর্তৃপক্ষের এই বৃত্তি পরীক্ষা সারা দেশে কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। তারা আগামীতে যোগ্য ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।
আয়োজকেরা জানান, তৃতীয় শ্রেনী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ও পড়াশোনার দিকে মনোনিবেশ ঘটনাতেই এই আয়োজন। শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। আগামীতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষাবৃত্তির আয়োজন করা হবে।
জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ও রংপুর জোনের দ্বায়িত্বশীল  মনিরুল ইসলাম মনির বলেন, পঞ্চগড় জেলায় ৫ টি কেন্দ্রে প্রায় তিনহাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তারা সবাই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের প্রতি আগ্রহী করে তোলা। আগামী প্রজন্মের জন্য মেধাবী হয় সে লক্ষ্যে করে যাওয়া।
জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওসমান গনি শুভ্র বলেন, জাগরণ শিক্ষা ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে ঢাকার উত্তরা থেকে। আমরা বিভিন্ন রকম শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি। এর মধ্যে বৃত্তি পরীক্ষা অন্যতম।  গত ৮ নভেম্বর সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ ই নভেম্বর পঞ্চগড় জেলা জুড়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই আগামীতে ৬৪ জেলায় গিয়ে বৃত্তি পরীক্ষা ছড়িয়ে দিতে। যাতে করে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও মেধার বিকাশ ঘটে।
দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আখতার করিম বলেন, করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনা ক্ষতিগ্রস্থ হলেও আবারো তাদের নিজেদের মেধাশক্তি প্রমান করতে পারবে বলে মনে করি। আমাদের কলেজে আজকে অনেক ছোট ছোট শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগে কখনো এ ধরনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এখানে। এজন্য এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।