আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মেহেরপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাজী আমজাদ হোসেনের নেতৃত্বে ঐতিহাসিক সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে গাংনী উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে গাংনী পৌর এলাকার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করা হয়। গাংনী উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলার সকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেখা গেছে, বাঁশবাড়ীয়া থেকে গাংনী বাসস্ট্যান্ড বাজার পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী সমর্থক ও নারী কর্মী সমর্থকরা গণমিছিলে অংশগ্রহন করেন। ঐতিহাসিক গণমিছিল যেন মিছিলের শহরে লোকারণ্যে পরিণত হয়। এ সময় রাস্তার দুপাশে শত শত বাস, অটোবাস, আলমসাধু ও পাখিভ্যানে পরিপূর্ণ ছিল। প্রায় ১ ঘন্টা ব্যাপী রাস্তার যানচলাচল থমকে গিয়েছিল।
গাংনী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ধানের শীষের দলীয় মনোনয়ন প্রাপ্ত নেতা হাজী আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাংনী পৌর বিএনপির সাবেক সভাপতি মোরাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাংনীর মাটি ও মানুষের নেতা গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির একাধিকবারের সাবেক চেয়ারম্যান,জননেতা রাজপথের লড়াকু সৈনিক আসাদুজ্জামান বাবলু। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব,জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান , রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসিরউদ্দীন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি আমজাদ হোসেন বলেন,আমরা ধানের শীষের দল করি। মেহেরপুর-২ গাংনী আসনের ভোটারদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের বিচ্ছিন্ন কয়েকজন নানাভাবে অপপ্রচার চালিয়ে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা দুর্নীতিমুক্ত , বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন গাংনী গড়তে চাই। আমি আপনাদের সহযোগিতা পূর্ণ সমর্থন চাই।
উপজেলা বিএনপির নেতা শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু ও জাসাস এর সেক্রেটারী সুলেরী আলভীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেন, বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম , বামন্দীর নেতা স্বপন,সাবেক কাউন্সিলর নাসিরউদ্দীন, জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু, মোস্তাফিজুর রহমান খোকন, আব্দুল্লাহেল পলাশ মারুফ, সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা, ইয়ামিন আলী বাবলু, রবিউল ইসলাম, সাহিবুল ইসলাম, ছাত্র নেতা নাজমুল হোসাইন , আমিনুল ইসলাম, যুবদল নেতা ফারুক হোসেন প্রমুখ।
হাজার হাজার কর্মী সমর্থক সমাবেশ ও গনমিছিলে যুক্ত হলে মিছিলের নগরীতে পরিণত হয়। যেন বিএনপির জনসমুদ্র। চারিপাশে যতদুর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমজাদ হোসেনের ধানের শীষের শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে। গাংনীর রাজনীতির অঙ্গনে স্মরণকালের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক গণ সমাবেশ এবং মিছিল ছিল। গাংনীর ইতিহাসে এত বড় মিছিল আর কখনো মানুষ চোখে দেখেনি। গাংনীর মানুষ শুধু তাদের পছন্দের প্রার্থী আমজাদ হোসেনকে ধানের শীষের এমপি হিসাবে দেখতে চাই।
