মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরায় জামায়াতে ইসলামী গঙ্গারামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১৬ নভেম্বর রবিবার রাতে পুলুম বাজার ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-০২ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম.বি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান এবং মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান।
জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা ন্যায়নীতি, সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
