স্টাফ রিপোর্টার তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট স্কুল ও কলেজে বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, অফিস সহকারী মোঃ কাজিউল ইসলামের অবসরজনিত বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে প্রতিষ্ঠানটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের প্রথম পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বরণপর্বে নবীনরা প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা, লক্ষ্য ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা পায়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে কর্মরত অফিস সহকারী মোঃ কাজিউল ইসলামের বিদায় সংবর্ধনা। এসময় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থী ও সহকর্মীদের আবেগঘন অংশগ্রহণে বিদায় পর্বটি হয়ে ওঠে স্মরণীয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি জনাব রুবেল রানা বলেন,
“শিক্ষাজীবনের শুরুটাই নবীনদের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। আর বিদায়ও জীবনের নতুন পথচলা। আজকের এই আয়োজন তাই দ্বিমুখী তাৎপর্য বহন করে।”
বিশেষ অতিথি অবিনাশ চন্দ্র সরকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“নবীন শিক্ষার্থীদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা। তারা যেন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে ওঠে—এই কামনা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। তিনি মোঃ কাজিউল ইসলামের নিষ্ঠা ও সততার প্রশংসা করে বলেন,
“তাঁর অবদান প্রতিষ্ঠান কখনো ভুলবে না। অবসর-পরবর্তী জীবনে তাঁর সুস্বাস্থ্য ও শান্তিময় দিন কামনা করছি।”
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শকরা। শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন এ সাংস্কৃতিক পরিবেশনায়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সুন্দর ব্যবস্থাপনা ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ বুলবুল হোসেন।
