আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহকারী শামসুন্নাহার সহ আরও অনেকে।
