ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

Mahamudul Hasan Babu
November 18, 2025 3:20 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে একই রাতে দুই বাড়িতে ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণাংকার ও তিনটি টাচ মোবাইল নিয়ে গেছে অস্ত্রধারী ডাকাতদল।গত সোমবার দিবাগত রাত দুই টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের গাবতলী গ্রামের কান্দা পাড়ায় মোশাররফ হোসেন ও নবীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মুখোশধারী ৮–১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল মোশাররফ হোসেন ও নবীর হোসেনকে পিস্তল, ছুরি ও ধারালো অস্ত্রের মুখে দুই পরিবারের সদস্যদের জিম্মি করে বেধড়ক মারধর করে। ডাকাতরা দুই বাড়ি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, সাত ভরি রৌপ্য, নগদ ৪০ হাজার টাকাসহ তিনটি টাচ মোবাইল ফোনসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।জানা যায়, ডাকাতদল বিল্ডিংয়ের কেচি গেটের তালা কেটে ঘরে ঢুকে মোশাররফ হোসেন ও তার স্ত্রী খাদিজা বেগমকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে। অন্যদিকে নবীর হোসেনের বাড়িতে ঢুকে তাকেসহ তার স্ত্রী আকলিমা বেগম এবং ছেলে তামিম ও মেয়ে হামিমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ।আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে ।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ডাকাতদলকে শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে।

আহত পরিবারের সদস্য তামিম জানান, ‘ডাকাতির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’