পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ইন্দুরকানীতে দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের টাউন ক্লাব রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংবাদকর্মীরা অংশ নেন। হামলার ঘটনায় জড়িতদের সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।
এদিকে ওই হামলার ঘটনায় গতকাল রাতে ইন্দুরকানী থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, রবিবার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন-সংক্রান্ত সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর উপজেলা বিএনপির কিছু নেতাকর্মী হামলা চালায়। হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধনে প্রেস ক্লাব, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
