ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি আজিজুল হক কলেজে মহান বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
November 19, 2025 10:06 am
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি:বগুড়া, ১৯ নভেম্বর ২০২৫, বুধবার— গৌরবময় মহান বিজয় দিবসকে সামনে রেখে সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট–২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় উপাধ্যক্ষ **প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে কলেজের ২৪টি বিভাগ ধারাবাহিকভাবে খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা এ ধরনের ক্রীড়ানুষ্ঠান তরুণ সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করে এবং বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েকদিন ধরে নকআউট পদ্ধতিতে বিভিন্ন বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।

বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে এবং সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এ ভলিবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কলেজ প্রশাসন।