ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৩ হাজার ৯শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Mahamudul Hasan Babu
November 19, 2025 11:18 am
Link Copied!

মোঃ তানজির হোসেন  নড়াইল প্রতিনিধি: বোরো ধানের আবাদ বাড়াতে নড়াইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের সামনে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস , বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহাবুবুর রশিদ লাবলু, উপজেলা মৎস কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান জানান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) জাতের ধান ৯শত জনকে ও বোরো ধান (হাইব্রিড) জাতের ধান ৩২শ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ২০ কেজি করে সার (উফশী) জাতের চাষীদের মাঝে বিতারণ করা হবে। চলতে রবি মৌসুমে এই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রধান অতিথি জনাব সঞ্চিতা বিশ্বাস বলেন, “কৃষিই আমাদের সমৃদ্ধি বর্তমান সরকার কৃষিবান্ধব, কৃষকদের হাতে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।” তিনি কৃষকদের সরকারের দেওয়া এই সুবিধা কাজে লাগিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ভূমিকা রাখার আহ্বান জানান