পঞ্চগড় প্রতিনিধি; পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫ এর উপজেলা পর্যায়ের বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ ১৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাকক্ষে সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেছ, বোদা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
