ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে

Mahamudul Hasan Babu
November 20, 2025 12:51 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের ফ্ল্যাক্সি লোড ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী মোঃ আখতারুল হাসান (৪৭) বিরল রোগে আক্রান্ত । আখতারুল হাসান উপজেলার ছোটদাপ গ্রামের মৃত তোফাজ্জল হোসনের পুত্র। আখতার হাসান ১৯৯৭ সালে ডিগ্রী পাস করন। বিভিন্ন দপ্তরে চাকুরীর আবেদন করেছিলেন এবং নিয়োগ পরীক্ষাও দিয়েছিলেন। তারপরেও ভাগ্যে চাকুরী জোটেনি। আখতারেরা ৪ ভাই ১ বোন। তার বাবার মৃত্যুর পর ৭ সদস্যের সংসারে হাল ধরতে হয়েছে আখতারকে। তার বড় ভাই মানসিক ও হৃদরোগে আক্রন্ত। ছোটভাই জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ছিল। তার বাবার রেখে যাওয়া বসতবাড়ী বিক্রি করে চিকিৎসা করার পরও ভাইদের বাঁচাতে পারেননি। এক একে তিন ভাই মৃত্যুবরণ করেন। তার আয়ের উৎস্য ফ্ল্যাক্সি লোড ব্যবসা। প্রায় এক বছর আগে তার মা ব্রেইন স্ট্রোক করেছে। বর্তমানে দুই চোখ অন্ধ হয়ে বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। অর্থাভাবে মা’য়ের চিকিৎসা করাতে পারেন না। ইদানিং আখতার নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসক বলেছেন, আখতার অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত এবং হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ অবস্থায় চিকিৎসক তাকে হাঁটা চলা নিষেধ করেছেন। চিকিৎসক দ্রুত অপরেশনের পরামর্শ দিয়েছেন। অপরশনে প্রায় আট লক্ষ টাকা সম্ভাব্য খরচের হিসেব দিয়েছেন। একদিকে আখতারের হাঁটুর অপারেশনের হিসেব নিকেশ করতে না করতে আবার তার পেটের পিত্তথলীতে পাথর ধরা পড়েছে। এটিও দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আখতার এখন দিশেহারা। অর্থাভাবে না পারছে মা’য়ের চিকিৎসা করাতে আর না পারছে নিজের নিজের চিকিৎসা করাতে। তিনি বর্তমানে নিঃস্ব এবং অসহায় । এ সুন্দর ভূবনে শুধু বেঁচে থাকার জন্য নিরুপায় হয়ে অবশেষে স্বহৃদয়বান, দানশীল ব্যক্তি, সাহায্য সংস্থা সহ প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তার সাথে সরাসরি যোগাযোগ ও বিকাশ/নগদ নম্বর : ০১৭১২৪৮৩৬২৯ ।