ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 20, 2025 4:40 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামী ৮নং নাকোল ইউনিয়ন শাখার উদ্যোগে নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার রাতে গণসংযোগ উপলক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি মোঃ আমীন উদ্দীন আশিক, শ্রীপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আউয়াল সবুর, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মোঃ ইলিয়াছুজ্জামান, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ রিয়াদ হোসেন নাসিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মোজাফফর হোসেন মুন্না,সাবেক সেক্রেটারী মোঃ হামিদুল ইসলামসহ জেলা উপজেলা ও ইউনিয়ন জামায়াত শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে যাতে সৎ ও যোগ্য লোক ক্ষমতায় আসতে পারে সেজন্য সবাইকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তাঁরা আরো বলেন ভোট একটা পবিত্র আমানত! এ আমানতের দ্বায়িত্ব সঠিক স্থানে প্রয়োগ করেতে হবে।