মিজানুর রহমান মিজান :লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট সদর উপজেলার মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী।আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিদ্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে হয়ে উঠলেন একদিনের শিক্ষক।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের শৃঙ্খলা, পাঠদানের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা দেখে মুগ্ধ হন ওসি নূরনবী। পরে তিনি তৃতীয় শ্রেণির স্নিগ্ধ হেমন্ত শাখার শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পাঠদান করান। ওসির পাঠদানের ধরণ, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টির পদ্ধতি দেখে শিক্ষক-অভিভাবকরা গভীরভাবে সন্তুষ্ট হন।
এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, সভাপতি আমিনুর ইসলামসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে ওসি শিক্ষার্থীদের হাতের লেখা, পড়াশোনার পদ্ধতি ও শৃঙ্খলা পর্যালোচনা করেন এবং অভিভাবকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন।
ওসি নূরনবী বলেন, “শিক্ষা-শৃঙ্খলা-মানবিকতা—এই তিনটি বিষয় মিলে একজন আদর্শ নাগরিক গড়ে ওঠে। আজ শিবরাম স্কুলের শিক্ষার্থীদের যে আগ্রহ, আচরণ ও শিক্ষার পরিবেশ দেখলাম, তা সত্যিই প্রশংসনীয়। পুলিশ শুধু আইন প্রয়োগই করে না, সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাও আমাদের দায়িত্ব।”
অভিভাবকরা এই ঘটনাকে মানবিকতা ও দায়িত্ববোধের সেরা দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, একজন পুলিশের কাছ থেকে এমন উদ্যোগ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এদিকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই পরিদর্শন ও পাঠদান মুহূর্তটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মিজানুর রহমান মিজান, লালমনিরহাট।
