মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানা-পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে পৌর শহরের থানা পাড়া রোডে অবস্থিত উপজেলা বিএনপির অফিসে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এসময় তারা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুর করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে শুক্রবার সকালে ফরিদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান বলেন, তিনি রাতে এমপি প্রার্থী তুহিন সাহেবের গণসংযোগে চাটমোহরে ছিলেন। পরে জানতে পারেন-বিএনপি অফিসে ভাংচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুল জানান, রাতের আধারে আমাদের দলীয় অফিসে হামলা চালিয়ে অফিসের চেয়ার-টেবিল, দরজা ও টেলিভিশন ভাংচুর করা হয়েছে। এসময় অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, এঘটনার প্রতিবাদে বিকেলে প্রতিবাদ মিছিল বের করা হবে।
ওসি জানান, রাতের বেলায় দুর্বৃত্তরা বিএনপির অফিস ভাংচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
