ঢাকাFriday , 21 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে বিএনপির কমিটিতে পদ পেলেন আ. লীগের জোবায়দুল

Mahamudul Hasan Babu
November 21, 2025 11:43 am
Link Copied!

মাইনুল ইসলাম, কুড়িগ্রাম::নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নে সদ্য অনুমোদনকৃত বিএনপির আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়কের পদ পেয়েছেন বল্লভেরখাষ ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি জোবায়দুল হক। বিএনপির একাংশের নেতাকর্মীরা ওই কমিটিকে ‘আওয়ামী লীগের সহ-সভাপতি কে পুনর্বাসন কমিটি’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ নিয়ে বল্লভেরখাষ ইউনিয়নে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছেন তারা।

বল্লভেরখাষ ইউনিয়ন বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মীর অভিযোগ, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায় কমিটি কতৃক গত ৮সেপ্টেম্বর ২০২৫খ্রি. বল্লভেরখাষ ইউনিয়নে সদ্য অনুমোদনকৃত বিএনপির ২৫সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে আজিবর রহমানকে আহ্বায়ক ও আবুল হাশেমকে সদস্য-সচিব করে অনুমোদন দেয়া হয়। সুনির্দিষ্ট প্রমাণ সূত্রে, সদ্য অনুমোদনকৃত এ কমিটির ২নম্বর সহ-সভাপতি করা হয়েছে বল্লভেরখাষ ইউনিয়ন আওয়ামী লীগের ৭নম্বর সহ-সভাপতি জোবায়দুল হক কে। তিনি ২০০৭সাল থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতৃত্ব দিয়ে আসছেন। বিষয়টি নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ দেখা দেয়।

আওয়ামী লীগের সহ-সভাপতি জোবায়দুল হকের অজানা কথা: বল্লভেরখাষ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা জোবায়দুল হকের জীবন কাটতো কষ্টের মাঝে। তিনি ২০০৭সালে আওয়ামী লীগ নেতা ও দুর্নীতিবাজ সাব-রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের নির্দেশে বল্লভেরখাষ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পদ নিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। ২০১২সালে আওয়ামী লীগের সক্রিয় নেতা সাব-রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের (ধন সম্পদ রক্ষা ও জমি ক্রয়) পারিবারিক ম্যানেজার হয়ে জোবায়দুল হয়ে যান রাতারাতি অটেল ধন সম্পদ ও কোটিপতি টাকার মালিক।

আওয়ামী লীগ নেতা ও দুর্নীতিবাজ সাব-রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডলের দুর্নীতি চিত্র: সাব-রেজিস্টার প্রফুল্ল চন্দ্র মন্ডল মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরি-কালীন গত ২০১০খ্রি. ভূয়া মুজিব নগর সার্টিফিকেটে সাব-রেজিস্টার চাকরিতে যোগদান চাকরিতে দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পদ করেছেন। ঢাকা তেজগাঁও শিল্প এলাকার সাব-রেজিস্টার অফিসে কর্মরত থেকে অবাধে দুর্নীতি করে অবৈধভাবে অর্থের পাহাড় গড়েন এবং সর্বশেষ দিনাজপুর সদর সাব-রেজিস্টার অফিস থেকে অবসরে যান। তার ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নবাগত কচাকাটা থানার নারায়নপুর ইউনিয়নের মদনেরচর এলাকার মৃত মদন চন্দ্র মন্ডলের পুত্র প্রফুল্ল চন্দ্র মন্ডল মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে চাকরিকালীন সময়ে বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সামান্যতম জমি কিনে দুটি টিনের ঘর তুলে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরি-কালীন অভাব অনটন ছিলো নিত্য সঙ্গী। তিনি একটি পুরনো বাইসাইকেল দিয়ে স্কুলে যেতেন। অতি কষ্টে স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানের লেখাপড়া ও জীবন নির্বাহ করাতেন। ২০১০খ্রি. সাব-রেজিস্টারে যোগদান করে গাবতলা বাজার (কুমারপাড়া) সওজ রাস্তার পাশ্বে বদ্ধা চন্দ্র নামের এক ব্যক্তির জমি ক্রয় করে সে জমিতে প্রায় ৩কোটি টাকা দিয়ে নির্মান করেছেন ৩তলা স্বর্ণকমল প্রাসাদসম একটি বাড়ি, রংপরে কিনেছেন ২কোটি টাকা দিয়ে বিশালবহুল ফ্লাড। শুধু তাই নয় স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ তার সহধর্মিণীর ভাই কালীগঞ্জ ইউনিয়নের কুমেদপুর (কপালীপাড়া) গ্রামের দিনোবন্ধু সরকারের পুত্র বিশ্বনাথ চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সরকারের নামে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করে আসছেন। মাদারগঞ্জ পারেরভিটা গ্রামের নুর ইসলাম (নন্দীয়ান মহাজান) এর গাবতলা বাজারে ২০শতক জমিতে মার্কেট ৩৭লাখ টাকায় ক্রয় ও রেজিস্টারী করে নেয় প্রফুল্ল চন্দ্র মন্ডল তার শেলক বিশ্বনাথ চন্দ্র সরকারের নামে। কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম এর ৩২শতক জমি ৬লাখ টাকা, নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চরের বাসিন্দা আব্দুর রশীদের গাবতলা মোল্লাপাড়া গ্রামের ৯১শতক জমি ১৫লাখ টাকা ও এক পুত্র সন্তান, স্ত্রী ও শেলকের নামে বেনামে ক্রয় করেছেন জমি এবং রংপুর থেকে বাড়িতে আসার জন্য কিনেছেন এসি প্রাইভেট কার এভাবে রয়েছে তার কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। আর এই অবৈধ সম্পদের সম্পদের রক্ষক ও ভক্ষক জোবাইদুল হক।

আওয়ামী লীগ থেকে বিএনপি কমিটির সিনিয়র যুগ্ন আহবায় জোবায়দুল হক বলেন, আমি ছাত্র জীবন থেকে বিএনপি করতাম। আওয়ামী লীগ শাসনাম বলে বাধ্য হয়ে ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি পদ নিয়ে রাজ্জাক চেয়ারম্যানের ভোট করেছি এটা আমার অপরাধ।

নাগেশ্বরী উপজেলা বিএনপির নবাগত আহবায়ক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন, বল্লভেরখাষ ইউনিয়নে সদ্য অনুমোদনকৃত বিএনপির আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়কের পদ পেয়েছেন বল্লভেরখাষ ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি জোবায়দুল হক। তিনি আগে বিএনপি করেছেন। এজন্যই তাকে কমিটিতে রাখা হয়েছে।