রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ১দফা ফ্যামেলি কার্ড বাস্তবায়ন উপলক্ষে ইসলামপুর উপজেলা আলহাজ্ব শওকত হাসান মিঞার উন্নয়ন কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরে কিংজাল্লা সঃ প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত হাজারো কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিঞা ভার্চুয়ালি বক্তব্যে রাখেন।
ইসলামপুর উপজেলা শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার শাখার সাধারণ সম্পাদক জালাল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার,মহিলা নেত্রী লিমা বেগম,রঞ্জু শাহ ফকির ও মমিন আলী প্রমুখ।
প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য বলেন,যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট আমাকে নাড়া দেয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সব সময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে।
তিনি আরও বলেন,এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন। আমি সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাবো।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,ইসলামপুর উপজেলা শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম।
এ সময় উপজেলা ও পৌরশহরে উন্নয়ন কমিটি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
